কবিতাঃ স্বপ্ন ছড়াই, চিতাও ধরাইঃ সজল বন্দ্যোপাধ্যায়

 স্বপ্ন ছড়াই, চিতাও ধরাই


সজল বন্দ্যোপাধ্যায়



দু'হাতে মুঠো মুঠো করে স্বপ্ন ছড়াই পথে

অনেকটা খইয়ের মতো শবের আগে আগে।


স্বপ্ন ছড়াই রাতে ঘুমের আবেশে

আর ঘুম ভাঙলেই স্বপ্নের শবগুলো 

নিরন্তর তাড়া করে চলে আমার পিছু পিছু! 

ভাবি, কৃষকের হাতের লাঙ্গলটা কবে অস্ত্র হবে,

মাটির বুক চিরে আবার কবে জন্ম নেবে 

শাসন-শোষণ আর যন্ত্রণার প্রতিবাদ! 


স্বপ্নে এখন আর প্রেম আসে না, কামনা আসে না

আসে শুধু দাউ দাউ আগুন আর

চিতায় ঝলসানো দুমড়ানো মুচড়ানো কিছু শব।

রক্ত ঢালা পথ যেন আরও লাল হয়েছে কিছুটা

ঘামের গন্ধগুলো লুকিয়ে গিয়েছে মাটির অন্তরালে

দেখা হবার কথা ছিল অনেক আগে, কিন্তু হয় নি।


এখন শুধু একা একা স্বপ্নগুলো ওড়াই খইয়ের মতো

আর শবের আগে ছুটে ছুটে চলি

দাউ দাউ চিতার আগুনে সবার আগে শুয়ে পড়তে!




ছবিসূত্রঃ- আন্তর্জাল





No comments:

Post a Comment