কর্মাধ্যক্ষের নিবেদন

কর্মাধ্যক্ষের নিবেদন


কোভিড-১৯-এর অতিমারি এবং এর পরিণতিজনিত লকডাউনে সারা পৃথিবীর মনুষ্যকুল যখন ঘরবন্দী, কোটি কোটি মানুষ একঘেয়ে জীবনে হতশ্বাস, ঠিক সেই সময়ে বাঙালির জ্ঞানস্পৃহা আর অন্যতম বিনোদন বইপড়ার প্রতি লক্ষ্য রেখে একটা আন্তর্জাল পত্রিকা বের করার সিদ্ধান্ত গৃহিত হয়। পত্রিকার নাম ঠিক হয় ‘পঞ্চালিকা’। পঞ্চালিকা নামে একটা ফেসবুক গ্রুপও খোলা হয়। এই গ্রুপে কয়েকজন বিশিষ্ট লেখক গল্প, প্রবন্ধ ইত্যাদি লিখে চলেছেন। গ্রুপটি সকলের জন্য উন্মুক্ত। পত্রিকার সম্পাদনা, লেখা সংগ্রহ, প্রুফ দেখা, ইলাস্ট্রেশন প্রভৃতি কাজে স্বেচ্ছাশ্রম দিতে এগিয়ে আসেন  কয়েকজন বিদগ্ধ ব্যক্তি, যাঁরা কেউ আমার বন্ধু, কেউ আমার নমস্য গুরুজন। আমাকেও এই কাজে প্রচুর সময় ব্যয় করতে হয়েছে। লেখা দিয়ে সাহায্য করেছেন সাম্প্রতিককালের কয়েকজন গুরুত্বপূর্ণ কবি, লেখক, গবেষক। আমরা নতুন লেখকদের কিছু লেখাও নিয়েছি তাদের উৎসাহিত করতে। সংশ্লিষ্ট সকলের কাছে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গল্প, কবিতা ও অন্যান্য বিভাগের পূর্ণাঙ্গ তালিকা ফেসবুক গ্রুপে প্রকাশ করা হয়েছিল। নানা সমস্যা পিছনে ফেলে দুই বাংলার লেখকদের গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ, আরও নানা বিষয়ের সম্ভার নিয়ে মহালয়ার পুণ্য তিথিতে প্রকাশিত হল আপনাদের সকলের জন্য নিবেদিত পঞ্চালিকা। এ সংখ্যাটি বিনামূল্যে দেওয়া হল। পত্রিকার লিঙ্ক আপনারা যথেচ্ছ শেয়ার করতে পারেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা পত্রিকাটা পড়ুন ও পঞ্চালিকার ফেসবুক গ্রুপে আপনাদের মূল্যবান মতামত জানান। আপনাদের সমর্থন ও আশির্বাদ পেলে ভবিষ্যতেও এই প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। 


রাহুল ভট্টাচার্য

প্রধান কর্মাধ্যক্ষ


No comments:

Post a Comment