অণুগল্প
কারণ দাস
জলফড়িংয়ের পাখায় মেঘকাটা রোদ
ঘাসের পাতায় বিন্দু বিন্দু নির্জনতা
কচুরিপানার ঝোপে ঘাপটি মেরে আছে
সঙ্গমরত উভচরের মৃত্যুভয়
ধর্ষিতা মাটির আলুথালু অভিমান
দু-এক পশলা বৃষ্টির সঙ্গে।
এমনই এক রহস্য ঘন সময়ে
শরীরের সবটুকু উত্তাপ প্রশ্বাস বেগে...
আঁচড়ে পড়ে তোমার সুবিমল কাঁধে
ক্লান্ত পৃথিবী জেগে ওঠে
আদিম আলিঙ্গনে,
থেমে যায় সময়...
মুহূর্তেরা এ ওর ঘাড়ে ঠাসাঠাসি করে
দলা পাকিয়ে যায় আত্মহননের কোলাহলে।
চল্লিশ লক্ষ উদভ্রান্ত শুক্রাণুর মত
জীবন ডিঙিয়ে সভ্যতা জন্ম নেয়
আধিপত্যের অতিমারী...
অনুখন্ডিত জীবনের সংক্রমণে পরুষ ভুলে
যায় প্রকৃতি
জাত ভুলে যায় জাতকের কথা।
শূন্য জঠরে আবারও অনন্ত অপেক্ষা......
কবি পরিচিতিঃ
‘কারণ দাসের চারণ পদাবলি’ নামে পঞ্চাশটি লোকগানের সংকলন গ্রন্থের লেখক।
বিভিন্ন পত্র পত্রিকায় নিয়মিত কবিতা প্রকাশিত হয়।
কর্মস্থান - এগজিকিউটিভ প্রডিউসার R-PLUS news.

No comments:
Post a Comment